ব্যাকবোন.জেএস ১০১

ব্যাকবোন হল জাভাস্ক্রিপ্ট ডেভেলপারদের জন্য একটা ছোট্ট লাইব্রেরি যা আপনার জাভাস্ক্রিপ্ট বেসড অ্যাপ্লিকেশন গুলো আরও সুন্দর করে লিখতে সাহায্য করে। ব্যাকবোন মূলত ব্যাকবোন মডেল, কালেকশন, রাউটার এবং ভিউ এই কয়েকটি অবজেক্টের সংগ্রহ। এদের সঠিক ব্যবহার একদিকে যেমন আপনার জাভাস্ক্রিপ্ট অ্যাপ্লিকেশনটির কোড কমাতে সাহায্য করবে, পাশাপাশি আপনার অ্যাপ্লিকেশনের কোড হবে আগের চেয়ে অনেক এলিগ্যান্ট। আমাদের এই ছোট্ট টিউটোরিয়ালটিতে আমরা ব্যাকবোনের সবগুলো অবজেক্ট নিয়েই আলোচনা করব। তবে প্রথমেই থাকবে ব্যাকবোন মডেল নিয়ে বিস্তারিত

তো চলুন শুরু করা যাক :)

পরবর্তী অংশ: ব্যাকবোন.জেএস প্রজেক্টে সংযুক্ত করা